Wednesday, July 15, 2015

Love Messages (বাংলা)

Love Messages (বাংলা)

এই পৃথীবিতে চেয়েছি
তোমাকে, এক সাগর ভালোবাসা
রয়েছে এ বুকে..! জদি কাছে আসতে দাও
জদি ভালোনাসতে দাও,
এক জনম নয়, লক্ষ জনম ভালোবাসবো
তোমাকে.

তোমার জন্য হায়ত আমি পৃথিবীর
সব সুখ এনে দিতে পারব না, কিন্তু এটা পারব যে তোমায় সারা জীবন ভালোবাসতে..!
যা তুমি সারা পৃথিবি খুজেও পাবে না।  

সব সম্পর্কই এক সময় শীতল হয়ে যায়।
হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসার
সম্পর্ক."! খুব কম মানুষই এই নিয়মের ঊর্ধ্বে।
জদিও প্রত্যেকেই মনে করে তারা
এই নিয়মের মাধ্যে পড়েনা..। 

কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না.....
ভালবাসা ছাড়া কোন সম্পর্ক হয় না....
কাউকে কাঁদিয়ে জীবনের স্বপ্ন সাজানো
যায় না..... আর বিশ্বাস ছাড়া সম্পর্ক
টিকিয়ে রাখা যায় না

এমন কাউকে ভালবাসবেন না,যে আপনাকে
কস্ট দিয়ে আপনার ভালবাসার প্রতিদান
দিবে।বরং,,এমন কাউকে ভালবাসুন,যে
আপনার একটুখানি ভালবাসার বিনিময়ে
আপনাকে মন উজাড় করা ভালবাসা দিবে।

Valobasha কাকে বলে জানো ?
V="ভাবনা"
A="আবেগ"
L= "লজ্জা"
O="অভিমান"
B="বন্ধন"
A="আনন্দ "
S="সপ্ন"
H="হাসি"
A="আশা"
সব মিলিয়ে হল
"valobasha"

কি আছে তোমার মাঝে বুঝি না.......
শুধু অনন্ত কাল তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে.......
ইচ্ছে করে সারা জীবন তোমাকে দেখি.......
কি অদ্ভুত ভালবাসা ........
কি অদ্ভুত সম্পর্ক .......
আমি সব কিছু ভুলে যাই যখন তোমার ঐ মায়াভরা মুখের দিকে তাকাই .......
আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোমার মাঝে........সত্যি করে বলো তো এটাই কি ভালোবাসা..???

সাঁতার দিয়ে নদী পার হওয়া যায় ........
কিন্তু সাগর নয় । মাটি দিয়ে পুতুল
বানানো যায়........ কিন্তু মানুষ নয়। টাকা
দিয়ে বাড়ি গাড়ি কিনা যায়....... কিন্তু
মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা
যায়.......... কিন্তু ভালবাসা নয়।

এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়...


একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ। আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস।


আজ তোমাকে খুব মনে পরছে তুমি নেই কিন্তু তোমার স্মৃতি আঁকড়ে ধরার মত রয়েছে নীল বিশাল আকাশ যা তোমার মনের বিশালতাকে মনে করিয়ে দেয়, কথা বলি সেই তারার সাথে যে তারাদের মাঝে তোমার আমার দুষ্টু মিষ্টি প্রেমের স্মৃতি লুকিয়ে আছে। স্নিগ্ধ রিমঝিম বৃষ্টি তোমার কথা মনে করিয়ে দেয় আজ তুমি নেই কিন্তু তোমার রেখে যাওয়া স্মৃতি নিয়ে আজ বেঁচে আছি আজ ও তুমি আমার মনে রয়ে গেছো......। খুব ভালবাসি তোমায়..


ভালোবাসা নাম টা যতটা না ছোট এর চেয়ে বেশি আছে তার মর্যাদা !!! কোন মানুষের পক্ষে এই মর্যাদা বহন করার ক্ষমতা নেই !!! ভাগ্য বসত কেও যদি ভালোবাসা পেয়ে যায় তবে সেই ভালোবাসা কে সে শ্রদ্ধা করতে পার কারন ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়ার সার্থকতা অনেক বেশি !!!


মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা, যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়।আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!


কষ্ট ছাড়া কেউ
অশ্রু ঝরাতে পারেনা
ভালোবাসা ছাড়া
কোনো সম্প হয়্না
জীবনে একটা কথা মনে
রেখো কাউকে কাদিয়ে
নিজের স্বপ্ন সাজানো যায়্ না.


যদি কাওকে সত্যি সত্যি ভালবাসতে না
পারো,, তাহলে কাউকে I LOVE U
বলোনা,, কারন এটা ৩
WORD না,,
এটা একটা জীবনের..


মাঝে মাঝে হয় কি, ভালবাসা আমাদের
আশেপাশেই থাকে কিন্তু আমরা তা বুঝতে
পারিনা। আমরা ভালবাসা খুঁজে ফিরি
দূরে কোথাও, অন্য কোন দিগন্তে।
শেষ বিকেলে ক্লান্ত হয়ে যখন কাছের
মানুষটির মাঝে সেই কাংখিত ভালবাসা
খুঁজে পাই, তখন সেই মানুষটা অন্য কোন
দিগন্তে হারিয়ে যায়।


রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে। R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই।


হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন থেক.আমায় শুধু আপন করে,বুকের মাঝে রেখ.তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে"


রাজার আছে অনেক ধন. আমার আছে একটি মন. পাখির আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা. তোমায় ভালোবাসা.


হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?  


ভালবাসা মানে আবেগের পাগলামি,, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি । ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ভালবাসা মানে আবেগের পাগলামি,, 


বিধি তুমি সবই জানো, জানো মনের কথা, আজো তো পেলাম না আমার বাম পাজরের দেখা, যে আমায় ভালোবেসে পাশে থাকবে সারাটি ক্ষন, যে আমায় ভালোবেসে রাংগীয়ে দিবে আমার ভূবন, বলো না বিধি তার দেখা পেতে আর কতক্ষন  


জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা, সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায় 


তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর, জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর । তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা, তার জীবনে পেতাম জীবন মিটত প্রাণের তৃষা ।  


বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?


তুমি আমাকে যতই কষ্ট দাও....... আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও...... আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও..... তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন....... নিরবে ভালোবেসে যাবো.......!  


চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়, মন যে আমার সব সময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে ! ! ! 


তোমার জন্য হয়ত আমি পৃথিবীর সব সুখে এনে দিতে পারব না, কিন্তু এইটা পারব যে তোমায় সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খোঁজে ও পাবে না,  


কি আছে তোর মাঝে বুঝি না.......শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়েথাকতে ইচ্ছে করে.......ইচ্ছে করে সারা জীবন তোকেদেখি.......কি অদ্ভুত ভালবাসা ........কি অদ্ভুত সম্পর্ক .......সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখেরদিকে তাকাই .......আমি আমার নিজেকে হারিয়েফেলি তোর মাঝে........সত্যি রে..! 


পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়..... আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায় । বড় বেশী ভালবাসি তোমায় ।


জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে. মন চায় হারিয়ে যাই. কোনো এক দুর অজানায়. যেখানে আকাশ মিশে হবে একাকার. আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু আমার.  


মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা , মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা 


কটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|  


চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি। 


কটা আকাশ হেরে গেলো,, হারিয়ে তার মন.. অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন.. তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়,, নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!  


ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি 


যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!  


আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া ! 


টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য  


এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে. 


ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা...  


হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন থেক.আমায় শুধু আপন করে,বুকের মাঝে রেখ.তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে" 


পৃথিবীতে সেই সবচেয়ে ধনী। যার একটি সুন্দর মন আছে,, যার মনে নাই কোন অহংকার,, নাই কোন হিংসা। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা.  


যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।যদি বাতাস হতাম-তোমার কানে চুপি চুপি বলতাম-আমি তোমাকে ভালবাসি. 


ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে!  


রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে। R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই। 


তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।  


ভালবাসার তালে তালে চলব দুজন এক সাথে। কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর কি লাগে প্রিথিবিতে??? বউ আনব ভালবেসে। 


তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।


লাগবে যখন খুব একা,চাঁদ হয়ে দিবো দেখা ..মনটা যখন থাকবে খারাপ,স্বপ্নে গিয়ে করবো আলাপ ..কষ্ট যখন মন আকাশে,তাঁরা হয়ে জ্বলবো পাশে .


মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,যার মধ্যে ভালোবাসা নেইতার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আরসেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!  


মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?


জানিনা ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভাল বেসেছি তাও জানিনা, শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি....


খুঁজিনি কারো মন,তোমার মন পাব বলে।ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে।হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে।কাউকে বাসিনি ভালো,তোমাকে ভালবাসি বলে।  


চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত। 


ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..ভালোবাসা মানে রুপালি উজান।ভালোবাসা মানে জোছনার গান।ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী।  


মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই...,কারন তোমাকে ভালবাসি বলে......নীরবে নিজেও কষ্ট পাই....,তোমাকে মিস করবো বলে........তোমাকে যখন মিস করি....,তখন পৃথিবীকে এড়িয়ে চলি...... কারন তখন আমার সব......,অনুভূতি জুড়ে শুধুই তুমি...


ছেলে: তোমাকে না দেখে এক রাত কাটে না
মেয়ে: তোমাকে না দখে আমার একদিন চলে না


সকালে উঠিয়া তোমায় দেখি॥আমার জীবন যেন সুরু হয় যেন তোমার সাথে॥তাহলে আমার জীবন হবে সুখময় সুখে থাকব তুমি সারা জীবন॥


প্রতিটা মানুষের জীবনে ভালবাসা আসে॥
সে ভালবাসা আমার জীবনে ও এসেছে॥
আর আমার সে ভালবাসার মানুষ আর কেউ না শুধু তুমি॥
 
 


আমার জীবনে তুমিই প্রথম ভালবাসা॥আর তুমিই আমার জীবনে শেষ ভালবাসা॥হত তুমি এটা নাও বিশ্বাস করতে পার॥কিন্তু এটায় সত্য॥


তাকে ভালোবাসো
যে তোমারহাত
সারাজীবন ধরে
রাখবে।তাকে
বিশ্বাসকরো যে
তোমার বিশ্বাসের
মর্যাদাদেবে।তবে
আগে তাকেপরিক্ষা
করে দেখ সে আসলে
তোমার কিনা


ভালোবাসা কী ভুল? নাকি রংঙ্গীন গোলাপ ফুল। ভালোবাসা কী সুখ?নাকী বেদনা ভরা দুখ।
ভালোবাসা কী হাসি? নাকী গোলার ফাসি।
তবু মন বলে তোমায় ভালোবাসি।


আমি সেই পাখি যার বাসা নেই.আমি সেই আকাশ যার বুকে তারা নেই.
আমি সেই নদী যার তীরে পানি নেই.আমি সেই মানুষ যার একটা মন আছে
কিন্তু বুঝার মত কেউ নেই


  
 

1 comment:

  1. Harrah's Philadelphia Casino - JAM Hub
    Experience an exciting casino experience 김포 출장안마 when you stay at 용인 출장샵 Harrah's Philadelphia Hotel and Casino in 서귀포 출장마사지 Philadelphia, PA. 상주 출장샵 Book today. Rating: 서귀포 출장마사지 5 · ‎3 reviews

    ReplyDelete